সিটিভি নিউজ।। ছেলেটির নাম মোঃ কামরুজ্জামান সে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। ১৭/০৬/২০২০ইং তারিখ বুধবার দুপুর অনুমান ০১টার সময় কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বাহির হইয়া যায়। অদ্যাবধি সে ঘরে ফিরে আসে নাই, বর্তমানে নিখোঁজ অবস্থায় আছে। তাহার পরনে ছিল ঃ নীল শার্ট ও সাদা পায়জামা, চেহার-গোলাকার। উচ্চতা: অনুমান ৫ ফুট ৩ইঞ্চি, গায়ের রং-শ্যামলা। ছেলেটির পিতার নাম-আবুল খায়ের মাতার নাম-হালিমা বেগম বকুল, তাহার স্থায়ী ঠিকানা ঃ সাং-গাজীমুড়া, ৭নং ওয়ার্ড, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা। এ ব্যাপারে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অবহিত করা হয়েছে। যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পান তাহলে অতিসত্ত্বর যোগাযোগ করুন।
০১৭১১৯৬২৫৮২, ০১৯৯৩১৮২৪০৫।
জানাযায়, মোঃ কামরুজ্জামান (২১) সে মানসিকভাবে অসুস্থ। সে গত ৩ মাস পূর্ব থেকে স্বাভাবিকভাবে কথা বার্তা বলতে পারে না। গত ১৩/৬/২০ইং তারিখ তাহার পিতা তাহার দুই বোনকে নিয়া মোঃ কামরুজ্জামানের চিকিৎসার জন্য কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতলে আসে। সে ১৭/০৬/২০২০ইং তারিখ বুধবার দুপুর অনুমান ০১:১৫ ঘটিকার সময় কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে রিলিজ / ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। হাসপাতালের প্রবেশ দ্বার সম্মুখ থেকে ছেলে মোঃ কামরুজ্জামান অজ্ঞাত স্থানে চলিয়া যায়। তাহার পিতা ছেলেকে খোঁজাখুজি করিয়া কোথাও পায় নাই। কামরুজ্জামানের ব্যবহৃত মোবাইল ফোন নং-০১৭৬৪০৭৯৭১৬, ০১৯১৯০৭৯৭১৮ নাম্বারে কল করিলে বন্ধ পাই। আমিসহ আমার পরিবারের লোকজন আশে পাশে খোঁজাখুজি করিয়া তাঁহাকে কোথাও না পাইয়া হাসপাতালে সিসি ক্যামেরায় দেখা যায় যে, সে একটি সিএনজিতে উঠিয়াছে। মোঃ কামরুজ্জামানকে সম্ভাব্য সকল স্থানে এবং আমার আত্মীয় স্বজন ও পরিচিত জনদের বাড়ি খোঁজাখুজি করিয়া তাহার কোন সন্ধান পাওয়া যায় নাই। বর্তমানে সে নিখোঁজ অবস্থায় আছে। বিভিন্ন মাধ্যমে খোঁজাখুজি এখনও অব্যাহত আছে।সংবাদ প্রকাশঃ ১৭–৬–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=