সিটিভি নিউজ।। ফোকাস বাংলা নিউজ।। করোনাভাইরাস আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন তার ছেলে আরমান আহমদ শিপলু।
রোববার দুপুরে হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যায় বলে জানিয়েছেন শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
“সাবেক মেয়রের অবস্থা শনিবারের চেয়ে আরো অবনতি হয়ে যায়। হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে স্বাভাবিকের চেয়ে বেশি অক্সিজেন দেওয়া হচ্ছিল।”
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ-এ নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
গত শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার করোনাভাইরাস ধরা পড়ে। ওইদিন রাতে বাসায় আইসোলেশনে ছিলেন কামরান। পরদিন সকালে বমি আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
এরআগে গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও কোভিড-১৯ রোগ ধরা পড়ে। তিনি বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
সংবাদ প্রকাশঃ ৭–৬–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। CTVNEWS24 See More সিটিভি নিউজ।। =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=