সিটিভি নিউজ।। করোনাকালে স্থবির সবকিছু। নেই শুটিং, বন্ধ সিনেমা হল। আর এরমাঝেই শোনা গেল, রবিবার আসছে নতুন একটি সিনেমার ট্রেলার!
নতুন ছবির নাম ‘বিদ্রোহী’। ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলী।
এ ছবির পরিচালক শাহীন সুমন ও প্রযোজক সেলিম খান দুজনেই জানিয়েছেন, রবিবার বিকেলে শাপলা মিডিয়ার নতুন ইউটিউব চ্যানেল ভয়েসটিভি২৪বিডি তে উন্মুক্ত হবে ‘বিদ্রোহী’র ট্রেলার। পাওয়া যাবে ভয়েসটিভির ফেসবুক পেজেও।
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ‘বিদ্রোহী’ উৎসর্গ করা হয়েছে। ছবিটি গেল ঈদুল ফিতরে মুক্তি চূড়ান্ত ছিল। মুক্তির মাস দুয়েক আগেই অর্ধশতাধিক সিনেমা হলে বুকিংও হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে মুক্তি থেমে যায়।
ট্রেলার প্রসঙ্গে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, অনেক বড় চমক থাকবে সেখানে। পরিচালক শাহীন সুমন বলেন, রবিবার ইউটিউবে ট্রেলার প্রকাশ করা হচ্ছে, যার ব্যাপ্তিকাল হবে প্রায় তিন মিনিট।
প্রযোজক ও পরিচালক দুজনেই বলেন, মুক্তির জন্য বিদ্রোহী পুরোপুরি প্রস্তুত। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই মুক্তি দেয়া হবে। আগামী ঈদুল আজহায় যদি সব সিনেমা হল খোলে তখন মুক্তি দেয়া হবে ‘বিদ্রোহী’।
গেল মার্চেই আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করে শাকিব-বুবলীর মুক্তির আগেই আলোচনায় থাকা ‘বিদ্রোহী’। ছবিতে শাকিব-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, মৃদুলা প্রমুখ।
‘বিদ্রোহী’ ছবির গানগুলো লিখেছেন সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনা করেছেন শামীম মাহমুদ, আকাশ সেন, শ্রী প্রিতম।
সংবাদ প্রকাশঃ ৮–৬–২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24 এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। CTVNEWS24 See More সিটিভি নিউজ।। =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=